শৃঙ্খলা ভেঙে আর্জেন্টিনার জার্সিতে নিষিদ্ধ হলেন মার্তিনেজ। সবশেষ ২০২৪ সালে কোপা আমেরিকা জেতার পরও অশালীন ভঙ্গিতে করেছিলে ট্রফি জয়ের উদযাপন। এবারে অবশ্য আর ছাড় পাচ্ছেন না! ট্রফি নিয়ে এমন বাজে উদযাপনের কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।
ফলে অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ তাই মিস করবেন তিনি। কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে হারের পর সেখানকার এক টিভি ক্যামেরাম্যানকে চড় দেয়ার শাস্তিও পেয়েছেন এমি।
ক্যামেরাম্যান জনি জ্যাকসন পরবর্তীতে এ ঘটনা নিয়ে জানায়, অ্যাস্টন ভিলায় খেলা এই গোলরক্ষক তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। সেসময় এমি মার্তিনেজ বেশ রাগান্বিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়,‘এমিলিয়ানো মার্তিনেজ তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লের বিধিনিষেধ ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন। একইসঙ্গে মার্তিনেজের এই শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করে আর্জেন্টিনা। এই নিষেধাজ্ঞার ফলে ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ মিস করবেন ৩২ বছর বয়েসী এই গোলরক্ষক।