শেষ বলে জয়ের জন্য তিন রান প্রয়োজন ছিল হোবার্ট হারিকেনসের। কিন্তু শেষ বলে নাটকীয় ভাবে স্ট্যানলেক কে রান আউট করে ম্যাচ শেষ করলেন রংপুর রাইডার্সের আজমতুল্লাহ ওমরজাই। মাত্র এক রানের জয়ে মাঠ ছাড়লো রংপুর রাইডার্স।
শনিবার প্রভিডেন্সে অনুষ্ঠিত এই ম্যাচে রংপুর রাইডার্স ১৫১ রান করে ইনিংস শেষ করে। জবাবে হোবার্ট হারিকেনস থেমে যায় ১৫০ রানে। এই জয়ের ফলে গ্লোবাল সুপার লিগ ২০২৫ এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে শিরোপাধারীরা।
রংপুরের পক্ষে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান খালেদ আহমেদ, চার ওভারে ২৬ রান দিয়ে নেন চারটি উইকেট। আগের ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষেও চার উইকেট নিয়েছিলেন তিনি। আজমাতুল্লাহ ওমরজাইও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান। শেষ ওভারে মোহাম্মদ নবিকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রন নিজের হাতে নেন এই আফগান অলরাউন্ডার।
এর আগে রংপুরের ব্যাটিং ইনিংসে সবচেয়ে বড় অবদান ছিল ক্যারিবিয়ান তারকা কাইল মায়ার্সের। তিন নম্বরে নেমে ৪২ বলে অপরাজিত ৬৭ রান করেন তিনি। ওপেনিংয়ে নেমে ইব্রাহিম জাদরান ৩১ বলে ৪৩ রান করন। তবে মধ্য ওভারে উসামা মিরের ঘূর্ণিতে চাপে পড়ে যায় রংপুর। পাকিস্তানি স্পিনার ১৫ রানে তিনটি উইকেট নেন।
শেষ পাঁচ ওভারে মেয়ার্সের ব্যাটে রংপুর তোলে ৫৪ রান, যেখানে হারিকেনস তুলতে পারে মাত্র ৪০। এই শেষ পাঁচ ওভারের খেলা খেলার ফলাফলে বড় পরিবর্তন করে দিয়েছে। নবির ৩৬ বলে ৪৪ রানের লড়াকু ইনিংস এবং বেন ম্যাকডারমটের ৩৪ রানের পরও শেষ হাসি হাসে রংপুর রাইডার্স। দুটি ম্যাচ খেলে রংপুরের জয় দুইটিতেই, অন্যদিকে হোবার্ট হারিকেনস এক জয় ও এক পরাজয়ে আছে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে।
