শেষ ম্যাচের আগে ভারতকে চ্যালেঞ্জ বাভুমার

ওয়ানডে সিরিজ

ভারত সফরে ওয়ানডেতে দারুণ এক সিরিজ উপহার দিয়ে চলেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ৩৫৮ রান তাড়া করে জয় পেয়েছে তারা। ফিরেছে সিরিজে। শুধু তাই নয়, সিরিজের শেষ লড়াইয়ে কড়া চ্যালেঞ্জ জানিয়েছে দলটির অধিনায়ক টেম্বা বাভুমা।

দ্বিতীয় ম্যাচে ভারত ৩৫৮ রান করে দক্ষিণ আফ্রিকার সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারালেও সেই চ্যালেঞ্জের জবাব ভালোভাবে দিয়েছিল দলটি। ওপেনার এইডেন মার্করামের সেঞ্চুরির পাশাপাশি ম্যাথিউ ব্রিটজকের হাফ সেঞ্চুরির পাশাপাশি টেম্বা বাভুমা ও ডেভাল্ড ব্রেভিসের দায়িত্বশীল ব্যাটিং প্রোটিয়াদের জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিল। এ জয় সফরকারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

জয় পাওয়ার পর বাভুমা বলেছেন, লক্ষ্যে পৌঁছাতে পেরে ভালো লাগছে। এ ম্যাচ থেকে আমরা আত্মবিশ্বাস পেয়েছি। এ বার সিরিজ জয়ের লক্ষ্যে লড়তে পারবো।

শনিবার চূড়ান্ত ম্যাচকে সামনে রেখে বাভুমা আরো বলেন, মার্করামের ইনিংসটি ছিল দারুণ। দায়িত্ব নিয়ে খেলেছে। তাছাড়া টেস্ট সিরিজ আমাদের আত্মবিশ্বাসও বাড়িয়েছে। এখন সেটা কাজে লাগছে।’

শনিবার বিশাখাপত্তমে অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ। এ ম্যাচে যারা জয় পাবে তারাই সিরিজ জিতবে। ব্যবধান হবে ২-১। টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজ জিততে পারলে টেম্বা বাভুমার জন্য হবে দারুণ এক অর্জন। অন্যদিকে টেস্ট সিরিজ হারের লজ্জা থেকে রক্ষা পেতে ওয়ানডে সিরিজ জয়ের বিকল্প নেই ভারতের সামনে।

Exit mobile version