নেপালের আশা শেষ পর্যন্ত পূরণ হলো না। ক্রিকেটের এই পুচকে দেশটি ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি ক্রিকেটে তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছিল। দুর্ভাগ্য তাদের। স্বপ্ন পূরণের কাছাকাছি এসে হতাশ হতে হয়েছে। বরং শেষ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ নেপালের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা থেকে রেহাই পেয়েছে। গতকাল শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে। এ ম্যাচে হার সত্ত্বেও তিন ম্যাচের সিরিজে নেপাল ২-১ ব্যবধানে জয় পেয়েছে।
প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় নেপালের সামনে হোয়াইট ওয়াশ করার সুযোগ এসেছিল। কিন্তু কাল ওয়েস্ট ইন্ডিজ তাদের কোনো সুযোগই দেয়নি। নেপালকে ১২২ রানে অল আউট করে তারা ১২.২ ওভারে বিনা উইকেটে জয় তুলে নেয়।
ওয়েস্ট ইন্ডিজের এ জয়ের নায়ক ছিলেন দুই ওপেনার আমির ইয়াঙ্গু ও আকিম অগাস্তে। সেই সঙ্গে বোলার রামোন সাইমন্ডসের অবদান কম নয়। এ বোলার ৩ ওভার বোলিংয়ে মাত্র ১৫ রানে ৪ উইকেট নেন। অন্যদিকে ইয়াঙ্গু ৭৪ রানে অপরাজিত ছিলেন। ৪৫ বলে এ ইনিংসটি খেলতে তিনি পাঁচটি বাউন্ডারির পাশাপাশি আধা ডজন ওভার বাউন্ডারি হাঁকান। অগাস্তে খেলেছেন ২৯ বলে ৪১ রানের ইনিংস।চারটি বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।
এর আগে নেপালের শুরুটা খারাপ বলা যাবে না। ওপেনার কুশাল ভুরটেল ৩৯ রান করে ভালো একটা সংগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পরের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। বিশেষ করে লোয়ার অর্ডার ব্যাটারদের কেউ দুই অঙ্কের রান করতে পারেনি। শেষ ছয় ব্যাটারের মোট সংগ্রহ ছিল ২২।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















