শ্রীলঙ্কা সফরে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হারলেও দ্বিতীয় ম্যাচে ব্যাট বলে দারুণ পারফরম্যান্স করে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।
এ ম্যাচে ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক লিটন দাস। ৫০ বলে এক বাউন্ডারি ও পাঁচ ছক্কায় ৭৬ রান করেন তিনি। অবশ্য প্রথম ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হন টি-টোয়েন্টির এই অধিনায়ক।
দ্বিতীয় ম্যাচ শেষে লিটন নিজের ব্যাটিং নিয়ে বলেন,‘গত কয়েকটি খেলায় আমি ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছিলাম কিন্তু কয়েকটি খেলায় তা হয়নি। চেষ্টা করবো আগামী ম্যাচে ভালো করতে।’
এছাড়া শামীম হোসেনের ব্যাটিং নিয়ে তিনি বলেন,‘শামীমের ব্যাটিং অসাধারণ ছিল। ব্যাট করার জন্য এটি একটি ভালো পিচ ছিল। আমাদের ফিল্ডিং ভালো হয়েছে। একই সাথে বোলাররা দারুণ ভালো বোলিং করেছে। রিশাদ ভালো বল করেছে।’
