নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কাকে ২০৩ রানের টার্গেট দিলো ভারত। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের শেষ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের সংগ্রহ পায় সূর্যকুমার যাদবের দল। ম্যাচে ভারতের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন ওপেনার অভিষেক শর্মা।
উভয় দলের কাছেই ম্যাচটি নিয়মরক্ষার হলেও শুরুতেই লঙ্কান বোলারদের ওপর চড়াও হন ভারতের ওপেনাররা। অবশ্য দ্বিতীয় ওভারেই বিদায় নেন শুভমান গিল। মাহেশ থিকসানার বলে রিটার্ন ক্যাচ দেন গিল।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন অভিষেক। এই সময় সূর্যকুমার ছিলেন অনেকটাই দর্শকের ভূমিকায়। অন্যদিকে লঙ্কান বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন অভিষেক।
৭ম ওভারের ৫ম বলে হাসারাঙ্গার বলে এলবিডাব্লিউ হওয়ার আগে ১২ বলে মাত্র ১২ রান ছিলো সূর্যকুমারের ব্যাটে। এই সময় মাত্র একটি বাউন্ডারি ছিলো ভারতীয় অধিনায়কের ব্যাটে।
অভিষেক শর্মার সাথে যুক্ত হয়ে শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন তিলক ভার্মা। ইনিংসের ৯ম ওভারে ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় ভারতের সংগ্রহ ছিলো ৯২ রান।
