ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে হৈচৈ ফেলে দেয়া পারফরমেন্স করা মোস্তাফিজুর রহমানকে বিদেশী আইকন হিসেবে কিনেছিলো লঙ্কান প্রিমিার লিগের দল ‘ডাম্বুলা থান্ডার্স’। এই ফ্রাঞ্চাইজি’র মালিক বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক তামিম রহমানকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ।
গত বুধবার শ্রীলঙ্কা ছাড়ার আগে তাকে গ্রেফতার করা হয়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’র তথ্য মতে এলপিএলের ২০১৯ সালের আসরে তামিম রহমানের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ছিলো।
এদিকে, মালিককে গ্রেফতারের পর পরই ডাম্বুলা থান্ডার্সের সাথে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পাঁচ দলের এলপিএলে আসন্ন মৌসুমে তাহলে দলের সংখ্যা কয়টি দাঁড়াবে কিংবা এই ফ্রাঞ্চাইজির ভবিষ্যত কি হবে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ক্রিকেট শ্রীলঙ্কা ক্রিকেট, এসএলসি।
তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে সব দলের খেলোয়াড়দের নাম সম্বলিত ফটোকার্ড এখনও দেয়া আছে। দলগুলো হচ্ছে; ডাম্বুলা থান্ডার্স, বি’ লাভ ক্যান্ডি, কলম্বো স্ট্রাইকার্স, জাফনা কিংস ও গল মার্ভেলস।

গত মঙ্গলবার, ২১ মে নিলামে যোগ দিতে শ্রীলঙ্কায় এসেছিলেন ব্রিটশ পাসপোর্টধারী তামিম রহমান। নিলাম থেকে চার লাখ ৫০ হাজার ডলার খরচ করে ২৪ জন ক্রিকেটারকে দলে ভেড়ায় ডাম্বুলা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














