শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আগেই বাংলাদেশ সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। টানা দুই ম্যাচ জয় তাদেরকে আগেভাগে সেমিফাইনালে পৌঁছে দিয়েছে। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে টাইগাররা।প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাও সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। তারাও প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। উভয় দল দুই ম্যাচে জয় পাওয়ায় আজ তাদের সামনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। যারা জয় পাবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। বর্তমান অবস্থায় রান রেটে এগিয়ে থেকে শ্রীলঙ্কা গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। ‘বি’ গ্রুপে থেকে অপর দুই দল নেপাল ও আফগানিস্তান অন্য ম্যাচে মুখোমুখি হবে। এ লড়াইটি শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ। উভয় দলই আগের দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

এদিকে ‘এ’ গ্রুপের দল পাকিস্তান টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। টুর্নামেন্টের অপর শক্তিশালী দল ভারতের সেমিফাইনাল টিকিট এখনো চূড়ান্ত নয়। সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ভারতকে শেষ ম্যাচে আরব আমিরাতকে হারাতে হবে। পয়েন্ট টেবিলে বর্তমানে ভারত তৃতীয় স্থানে রয়েছে। সমান দুই পয়েন্ট নিয়ে আরব আমিরাত দ্বিতীয় স্থানে। পাকিস্তান চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে।

Exit mobile version