শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ-নাঈম, নেই সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম। ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

টি-টোয়েন্টি স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম।

প্রথম দুই ওয়ানডের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

Exit mobile version