শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও ইতিবাচক দিক খুঁজছে নিউজিল্যান্ড

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই হেরে গেলেও নিউজিল্যান্ড দলের জন্য পরিস্থিতি এতটা হতাশাজনক ছিল না বলে মনে করেন অধিনায়ক টিম সাউদি। বিশেষ করে প্রথম টেস্টে নিউজিল্যান্ড ৬৮ রানে হারলেও ম্যাচটি অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল। সাউদি বলেছেন, “প্রথম ইনিংসে আমরা আরও ভালো করতে পারলে সিরিজের ফল অন্যরকম হতে পারত।”

দ্বিতীয় টেস্টে টসের ভাগ্য তাদের বিপক্ষে গেলেও ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ কিছু ক্যাচ মিস হওয়ায় চাপ তৈরি হয়। সাউদি স্বীকার করেন, “কেউ ইচ্ছা করে ক্যাচ মিস করে না, তবে আমাদের দল ক্যাচ নেওয়ার ক্ষেত্রে গর্বিত, তাই ভবিষ্যতে আমরা এ বিষয়ে উন্নতি করতে চাই।”

আগামী মাসে ভারতের বিপক্ষে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে শ্রীলঙ্কার গলে খেলার অভিজ্ঞতা দলকে সহায়তা করবে বলে মনে করেন সাউদি। বিশেষ করে স্পিনার আজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসের অভিজ্ঞতা তাদেরকে ভারতের কন্ডিশনে কাজে লাগবে।

ব্যাটিংয়েও দ্বিতীয় ইনিংসে ৩৬০ রান করে তারা নিজেদের ইতিবাচক মানসিকতা দেখিয়েছে। সাউদি বলেন, “দ্বিতীয় ইনিংসে আমরা আমাদের শটগুলো বেছে নিয়েছি এবং আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রেখেছি।”

Exit mobile version