ঈদের পরই শুরু হচ্ছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। ঘোষিত দলে দুই বছর পর জায়গা করে নিয়েছেন পেসার এবাদত হোসেন।
স্যালুট ম্যানখ্যাত এবাদত প্রায় দুই বছর জাতীয় দলে ফিরলেন। পায়ের চোটের কারণে প্রায় দুই বছর মাঠের বাইরে ছিলেন। অবশেষে জাতীয় দলে।
গত বছর জাতীয় দলের সব ফর্মেটে অধিনায়কত্বের দায়ীত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত পরে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে। অবশ্য শান্তকেই আরও এক বছরের জন্য টেস্ট দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। তার সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজ আগের মৌসুমেও এই ভূমিকায় ছিলেন।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।
১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ১৭ জুন গলে প্রথম টেস্ট এবং ২৫ জুন কলম্বোতে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের মধ্য দিয়ে ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















