বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র অনাপত্তিপত্র না পাওয়ায় পেসার তাসকিন আহমেদ লঙ্কান প্রিমিয়ার লিগ-এলপিএলে খেলতে পারছেন না। ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় লিগে ডাম্বুলা অরার পক্ষে খেলার প্রস্তাব পেয়েছিলেন জাতীয় দলের নির্ভরযোগ্য এই পেসার। কিন্তু ‘ওয়ার্ক লোড’ বিবেচনায় তাকে ছাড়পত্র না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এর আগে, একই বিবেচনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল, পাকিস্তান সুপার লিগ-পিএসএল ও ইংলিশ কাউন্টিতে খেলার ছাড়পত্র মেলেনি তাসকিনের।
এই মুহুর্তে, জিম-আফ্রো টি-টেন লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তাসকিন। শ্রীলঙ্কায় তাসকিন ছাড়াও তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম খেলার প্রস্তাব পেয়েছেন। জাফনা কিংসের হয়ে খেলবেন তাওহীদ হৃদয়। আর কলম্বো স্ট্রাইকার্সের পক্ষে খেলার আমন্ত্রণ পেলেও এখনও বিসিবি’র কাছে অনপত্তি চেয়ে আবেদন করেন নি শরীফুল।
এদিকে, এই টুর্নামেন্টের জন্য আগে থেকেই অনাপত্তিপত্র নিয়ে রেখেছেন টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। এই মুহুর্তে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন সাকিব। সকিব ছাড়াও এলপিএলে দল পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন।