শ্রীলঙ্কা সফরেই বাংলাদেশের ক্রিকেট ঘুরে দাঁড়াবে

বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে সমালোচনার মুখে পড়া লিটন কুমারের দল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দাঁড়াতে পারেনি। এমন অবস্থায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। দলের সব ক্রিকেটারই যেখানে ফর্মহীনতায় ভুগছেন সেখানে লঙ্কানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ফলাফল নিয়ে শংকায় তৈরি হয়েছে।

বিষয়টি স্বীকার করেছেন এখনও টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়া দলের নির্ভরযোগ্য ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তার মতে বাংলাদেশ দল বাজে সময় পার করছে। কিন্তু শ্রীলঙ্কা সফরেই ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। দলের সব ক্রিকেটারই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন বলে জানিয়েছেন মুশফিকুর রহিম।

ঈদুল আযহা উদযাপনের জন্য জাতীয় দলের মিস্টার ডিপেনডেবল এই ব্যাটার এখন নিজের শহর বগুড়ায় অবস্থান করছেন। সেখানেই উপস্থিত গণমাধ্যম কর্মীরা বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে জানতে চাইলে মুশফিক এমন আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version