শ্রীলঙ্কা সফরে নেই রাসেল-পুরান, ফিরলেন লুইস-কিং

আসন্ন শ্রীলঙ্কা সফরের টি২০ সিরিজে ব্যক্তিগত কারণে খেলছেন না আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার ও আকিল হোসেন। তবে ২০২২ বিশ্বকাপের পর প্রথমবারের মতো টি২০ দলে ফিরেছেন ওপেনার এভিন লুইস। এই সিরিজের পাশাপাশি লুইসকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। টি২০ দলে ফিরেছেন ব্র্যান্ডন কিংও, যিনি ইনজুরির কারণে বছরের শুরুতে টি২০ বিশ্বকাপ ও সিপিএল ২০২৪ এর বড় অংশ মিস করেছিলেন।

রাসেলের অনুপস্থিতিতে ত্রিনবাগো নাইট রাইডার্সের সতীর্থ টেরেন্স হাইন্ডস এবং অ্যান্টিগুয়া ও বারবুডা ফ্যালকন্সের শামার স্প্রিংগার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। সিপিএল ২০২৪-এ দুর্দান্ত পারফর্ম করা এই দুই অলরাউন্ডার শ্রীলঙ্কার মন্থর পিচে কার্যকর হতে পারেন। হাইন্ডস ডেথ ওভারে বল করেছেন বেশ ভালোভাবে, আর স্প্রিংগার তার বোলিংয়ে বেশ কিছু ধীরগতির বৈচিত্র্য নিয়ে খেলেন, যা শ্রীলঙ্কার পিচে কার্যকর হতে পারে।

রভম্যান পাওয়েল থাকছেন দলের অধিনায়ক হিসেবে, আর সহ-অধিনায়ক রস্টন চেজ। শেরফেন রাদারফোর্ডও টি২০ দলে ফিরেছেন। একমাত্র ফ্রন্টলাইন স্পিনার হিসেবে থাকছেন গুডাকেশ মোটি, আর তাকে সহায়তা করবেন চেজ। ওবেদ ম্যাককয় থাকছেন না দলে, তবে ফিরেছেন আলজারি জোসেফ।

ওয়েস্ট ইন্ডিজ টি-২০ স্কোয়াড:

রভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ (সহ-অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, অলিক আটানাজে, আন্দ্রে ফ্লেচার, টেরেন্স হাইন্ডস, শাই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিংগার।

Exit mobile version