সতীর্থদের পর এবার সাকিবের পাশে কোয়াব

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দারুণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। মুশফিকের অভিশ্বাস্য ব্যাটিংয়ের পর সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ।

কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার ঘটনায় গুলিবিদ্ধ হওয়া গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে। এরপর সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশও।

অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন সাকিব। ফলে তার বিরুদ্ধে হত্যা মামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করছেন। সাকিবের এমন দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের অনেক সতীর্থ। এবার এই অলরাউন্ডারের পাশে এসে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।

লম্বা এক বিবৃতিতে কোয়াবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সাকিবকে যেন শুধুমাত্র রাজনৈতিক কারণে মামলার আসামি করা না হয়। কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত বিবৃতিতে কোয়াব লিখেছে, ‘সম্প্রতি দায়েরকৃত একটি হত্যা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে মর্মে জানতে পেরেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন কোয়াব সাকিব আল হাসানের প্রতি খেলোয়াড় বিবেচনায় সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়েছে।’

সাকিবের গুরুত্ব তুলে ধরে কোয়াব জানিয়েছে, ‘সাকিব আল হাসানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে। কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের প্রেক্ষিতে দায়েরকৃত কোনো মামলার বিষয়ে কোয়াবের বক্তব্য নেই। কোয়াব মনে করে, বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।’

Exit mobile version