সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রথম টি-টোয়েন্টি

টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। গোয়ালিয়রের মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ গড়াচ্ছে।

আর বাংলাদেশ-ভারতের ১৫তম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে ১৪ বারের দেখায় ভারত ১৩ ম্যাচে জিতেছে। বাংলাদেশের জয় কেবল একটি। সান্ত্বনার সেই জয় এসেছিল দিল্লিতে ২০১৯ সালে।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের লক্ষ্য নিয়ে তাওহিদ হৃদয় বলেন,‘আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি।’

এছাড়া তিনি বলেন,‘আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব। আলাদা করে কিছু করিনি। অবশ্যই সিরিজ গুরুত্বপূর্ণ। সবাই এখানে ভালো করতে চায়। আমরাও সেরা চেষ্টাটা করব। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকেই কম-বেশি। সেটি মাথায় থাকলে ভালো করতে পারব না। আমাদের মনোযোগ ভালো করার দিকে, ফলাফল পক্ষে আনার দিকে।’

Exit mobile version