সবচেয়ে কম বলে এক হাজার রানের বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক কীর্তি গড়লেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা। মাত্র ৫২৮ বল খেলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করে গড়েছেন বিশ্বরেকর্ড। বলের হিসাবে তিনিই এখন দ্রুততম ব্যাটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করলেন।

শনিবার ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে এই ঐতিহাসিক মাইলফলক ছোঁন বাঁহাতি এই ব্যাটার। ভেঙে দেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের রেকর্ড, যিনি চলতি মাসের শুরুতে ৫৬৯ বলে এক হাজার রানে পৌঁছেছিলেন।

তবে ইনিংসের হিসাবে সামান্য ব্যবধানে ভারতের দ্রুততম হতে পারেননি অভিষেক। গ্যাবার ম্যাচটি ছিল তার ২৮তম ইনিংস, যেখানে এক ইনিংস কম (২৭ ইনিংসে) খেলে এই মাইলফলক ছুঁয়েছিলেন বিরাট কোহলি।

Exit mobile version