সবার আগে এনসিএল টি-২০র ফাইনালে রংপুর

এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে সবার আগে ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। শনিবার সিলেটে প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর। অবশ্য হেরেও ফাইনালে যাওয়ার সুযোগ আছে ঢাকা মেট্রোর। দ্বিতীয় কোয়ালিফাইয়ালে জিতলে ফাইনালে যাওয়ার সুযোগ পাবে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেস ঢাকা মেট্রো প্রথমে ব্যাট করতে নেমে বড় স্কোর গড়তে পারেনি। এদিন তারা ২০ ওভারে ৯ উইকেটে ১০৭ রান তোলে। দলের পক্ষে ইমরানুজ্জামান ৩০, নাঈম শেখ ১১, সাদমান ইসলাম ১৩ রান করে বিদায় নেন। এছাড়া আমিনুল হক বাপ্পি ২৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া আর কোন ব্যাটার সুবিধা করতে পারেনি। বল হাতে রংপুরের হয়ে রবিউল হক ৪ ওভারে ১৯ রানে তিন উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেটে ১০৮ রান তোলে। দলের পক্ষে ওপেনার মো: রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন ১৭ করে বিদায় নেন। এছাড়া নাঈম ইসরাম ১৬ ও আরিফুল হক ২২ রান করে ফেরেন। তবে তৈবুর রহমান ২২ রান করে অপরাজিত থাকেন।

Exit mobile version