অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে জয়ের মুখ দেখলো ঢাকা ক্যাপিটালস। টানা ছয় হারের পর সপ্তম ম্যাচে রাজশাহীকে ১৪৯ রানে হারায় ঢাকার দলটি। এ জয়ের ফলে সাত ম্যাচে এক জয়ে ঢাকার পয়েন্ট মাত্র ২।
২৫৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় দুর্বার রাজশাহী। দলের পক্ষে রায়ান বার্ল সর্বোচ্চ অপরাজিত ৪৭ রান করেন। এছাড়া ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ১৭ রান। রাজশাহীর আর কোন ব্যাটার ঢাকার বোলারদের বিপক্ষে উইকেটে দাঁড়াতেই পারেনি।
বল হাতে ঢাকার হয়ে আবুযায়েদ রাহী, মুকিদুল ইসলাম,মোসাদ্দেক হোসেন ও ফরমানউল্লাহ দুটি করে উইকেট নেন।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৮তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে লিটন ও তানজিদের জোড়া সেঞ্চুরিতে ২০ ওভারে এক উইকেটে ২৫৪ রান তুলেছে ঢাকা ক্যাপিটাস। বিপিএলে টানা ছয় ম্যাচ হারের পর শেষ বেলায় এসে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠলো ঢাকা।
এদিন ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই রাজশাহীর বিপক্ষে ব্যাটিংয়ে আক্রমাত্মক হয়ে ওঠেন লিটন ও তানজিদ। ওপেনিং জুটিতে জোড়া সেঞ্চুরির ইতিহাস গড়ে ১৯.৩ ওভারে ১৪১ রান তোলে ঢাকা। লিটন ৪৪ বলে দ্রততম সেঞ্চুরি পূর্ণ করেন। আর তাসজিদ তামিম ৬২ বলে সেঞ্চুরি তুলে নেন।
শেষ পর্যন্ত তানজিদ হাসান তামিম ৬৪ বলে ছয় বাউন্ডারি ও আট ছক্কায় ১০৮ রান করে বিদায় নেন। তবে লিটন ৫৫ বলে ১০ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১২৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সাব্বির রহমান ২ বলে অপরাজিত ৭ রান করেন।