ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে টাইগাররা। সিরিজ সমতায় শেষ করার লক্ষ্য নিয়ে জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায়।
সফরে অ্যান্টিগায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত পারফরমেন্স করে টাইগার পেসাররা। বল হাতে পেসার তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেন। তার দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ৬৪ রানে ৬ উইকেট শিকার করেন তাসকিন।
কিন্তু ঐ ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ ছিলো টাইগার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। তবে ব্যর্থতার পর ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন,‘আমি মনে করি আমরা কয়েকটি ভুল করেছি। কিন্তু এমনটা ঘটতেই পারে। আমরা আশা করি পরের ম্যাচে আমরা ঘুড়ে দাঁড়াবো।’
সিরিজের শেষ টেস্টে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মিরাজ বলেন,‘সিরিজ হার এড়াতে প্রথম টেস্টের ভুলগুলো শুধরে নিয়ে দ্বিতীয় ও শেষ ম্যাচে ভালো করতে বদ্ধপরিকর খেলোয়াড়রা। তিনি বলেন,‘আমরা জানি আমরা কি ভুল করেছি এবং আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, আশা করছি পরের টেস্টে আমরা আমাদের সেরাটা দিতে পারবো।’
এছাড়া বোলিং নিয়ে মিরাজ বলেন,‘আমি মনে করি আমরা সত্যিই ভালো বোলিং করছি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছে তাসকিন। আমাদের একটি ভালো পেস আক্রমণ আছে। তাসকিনের সাথে হাসান ও শরিফুল ভালো বোলিং করছে। আমাদের স্পিনার তাইজুল ইসলামও আছে। প্রথম ইনিংসে সত্যিই ভালো বোলিং করেছে সে। তাদের পারফরমেন্সে আমি সত্যিই খুশি।’
সব মিলিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ২১ টেস্টে মুখোমুখি হয়। এরমধ্যে ১৫টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জয় চারটিতে। বাকী দুই টেস্ট ড্র হয়। দুই টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, শাহাদাত হোসেন দিপু, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।