সমালোচনার কি উত্তর দিলেন বিসিবি পরিচালক?

২০২৪ সালের আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতি ও ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তন আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এর বাইরে ছিল না—শীর্ষ পর্যায়ে একাধিকবার পদ পরিবর্তনের পর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেন নাজমুল আবেদীন ফাহিম। দেশের মোটামুটি সকল ক্ষেত্রেই বেশকিছু রথবদল হয়েছে এই সময়ে।

সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমে ফাহিমের কাজের কড়া সমালোচনা করেন। এর আগে কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। এরপরে মিডিয়া এবং ক্রিয়াঙ্গনে অনেকের মনেই প্রশ্ন এসেছিল এবিষয়ে কি উত্তর দিবে বিসিবি।

বোর্ডের সর্বশেষ মিটিং শেষে ফাহিম জানিয়ে দেন, সমালোচনা নিয়ে তিনি ভাবিত নন। তার ভাষায়, “আমি এই নিয়ে আলোচনা করতে চাই না। দায়িত্ব পেয়েছি দেশের ক্রিকেট উন্নয়নের জন্য, তাই স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। কে কী বলল বা কী ভাবল, সেটা নিয়ে মাথা ঘামাই না। যতদিন দায়িত্বে থাকব, নিজের মতো করেই কাজ করব।”

Exit mobile version