সরকার পতনের পর যা বললেন ক্রিকেটাররা

তুমুল গণআন্দোলনের মধ্য দিয়ে গতকাল পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক গণবিক্ষোভের মুখে পতন হয় প্রায় সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিতদের।

তাঁর পদত্যাগের পর উল্লাসে মেতে ওঠেন দেশের সর্বস্তরের জনগণ। তাঁদের সাথে এমন উল্লাসে গাঁ ভাসিয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার। নিজেদের স্বস্তি তাঁরা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রশংসা করেছেন ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। ফেসবুকে একটি পোষ্টে বাংলাদেশের জাতীয় পতাকার কয়েকটি ইমোজিজুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘শিক্ষার্থীদের ক্ষমতা।’

শেখ হাসিনার পতনের দিনে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। এই দুই আনন্দ একসাথে প্রকাশ করেছেন তিনি। ফেসবুক পোষ্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেন চৌধুরী ইংরেজি ভাষায় একটি পোস্ট করেন। বাংলায় যার অর্থ, ‘আলহামদুলিল্লাহ। আজ স্বাধীন।’

লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন দলের আরেক পেসার শরিফুল ইসলাম।

জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, স্বাধীন।আর জাতীয় পতাকার সঙ্গে লিখেছেন, ‘শুভ বিজয়’।

বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘বিজয়ের আনন্দে ভাসছে দেশ। আলহামদুলিল্লাহ।’

Exit mobile version