সরে দাঁড়ালেন বাবর আজম

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তানের নেতৃত্ব ছাড়লেন বিশ্বসেরা ব্যাটার বাবর আজম। তবে অবিশ্বাস্য হলেই সত্যি, কোন চাপে নয়! নিজের স্বপ্ন পুরোণ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাবর!

অবশ্য এই গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরেই। পাকিস্তানের অধিনায়কের পদ থেকে বাবর আজমের সরে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে অনেকবারই। তবে এবার বাইরের চাপ নয়, নিজ থেকেই পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব থেকে ছেড়ে দিয়েছেন বাবর আজম।

দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করতে এসে এক বছরের কম সময়ের আগে নেতৃত্ব ছাড়লেন এ ব্যাটসম্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাবর। বলেন, ব্যাটিংকে প্রাধান্য দিতে গিয়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিবৃতিতে বাবর জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বাবর লিখেন, ‘আমি আজ আপনাদের একটি সংবাদ জানাব। আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছি।’

নিজের সরে দাঁড়ানোর ব্যাখ্যায় বাবর লিখেছেন, ‘দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের। কিন্তু এখন সময় হয়েছে আমার সরে দাঁড়ানোর। আমি নিজের ব্যাটিংকে উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই, যা আমাকে আনন্দ দেবে।’

Exit mobile version