শুক্রবার থেকে পাকিস্তানের শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ বা পিএসএলর জমজমাট আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। তবে এ ম্যাচে রিশাদ একাদশে ছিলেন না।
লো স্কোরিং ম্যাচে ইসলামাবাদের কাছে হেরে গেছে লাহোর কালান্দার্স। ৮ উইকেটে জয় পেয়ে পিএসএলে শুভ সূচনা করেছে ইসলামাবাদ ইউনাইটেড।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৩৯ রানে অল আউট হয় লাহোর কালান্দাস। জবাব দিতে নেমে ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইসলামাবাদ।
টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লাহোর। তিন নম্বরে নামা আব্দুল্লাহ শফিক ছাড়া অন্য কেউ দাঁড়াতে পারেনি। ৩৮ বলে ৬৬ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সিকান্দার রাজা। ২৩ রান তার।
জবাবে দিতে নেমে সহজেই জয় তুলে নেয় ইসলামাবাদ। ওপেনার সাহিবজাদা ফারহান করেন ২৫ রান। বাকি কাজ সারেন কলিন মুনরো ও সালমান আলি আগা। মুনরো ৪২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। সালমান অপরাজিত ছিলেন ৩৪ বলে ৪১ রানে।