দলের মধ্যে ওয়ার্কহর্স নামে পরিচিত মোহাম্মদ সিরাজ। অর্থাৎ যখন প্রয়োজন তখন তার ওপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া। কিন্তু ওভাল টেস্টে মোহাম্মদ সিরাজ প্রমাণ করেছেন পার্স চরিত্রে নয়, মূল চরিত্রে অভিনয় করার যথেষ্ঠ দক্ষতা তার রয়েছে। প্রমাণ করেছেন সব সময় দলের আক্রমণে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য তার রয়েছে। জাসপ্রিত বুমরাহের ছায়াতলে থাকা মোহাম্মদ সিরাজ ওভালে এক ঝটকায় দলকে নাটকীয় জয় এনে দিয়েছেন। হয়েছেন নায়ক। দুই ইনিংসে তার শিকার ৯ উইকেট।
যখন কেউ মনে করেন জাসপ্রিত বুমরাহ ছাড়া ভারতের বোলিং বিভাগ নখদন্তহীন বাঘের মতো। তখন তাকে ভুল প্রমাণ করেছেন মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের দুই ম্যাচে খেলেননি বুমরাহ। সেই দুই ম্যাচেই বল হাতে ঝলক দেখিয়েছেন তিনি। এজবাস্টনে নিয়েছিলেন ৭ উইকেট আর ওভালে তার শিকার সংখ্যা ৯। প্রথম ইনিংসে ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট।
নিজেকে ফিট রাখার দৌড় প্রতিযোগিতায় সব সময় সবাই পেছনে ফেলেছেন সিরাজ। পাঁচ ম্যাচের সিরিজে চোটমুক্ত থেকে সব ম্যাচেই খেলেছেন তিনি। টেস্ট সিরিজে সব মিলিয়ে তার শিকার সংখ্যা ২০। বোলিংও বেশি করেছেন তিনি, ১৮১.২ ওভার।
সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির পর ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন সিরাজ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি। তবে দমে যাননি সিরাজ। দলে ফিরতে লড়ে গেছেন। করেছেন নিয়মিত অনুশীলন। গত আইপিএলে বল হাতেই জবাবটা দিয়ে আবার দলে জায়গা করে নিয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















