সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে আইনি নোটিস

হত্যা মামলার আসামি হওয়ার পর এবার সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী। জাতীয় দলের অভিজ্ঞ এই অলরাউন্ডার বর্তমানে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলছেন।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এই নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সজীব মাহমুদ আলম। এই আইনজীবী বলেন, অ্যাডভোকেট মো. রফিনুর রহমানের পক্ষে ই-মেইল এবং রেজিস্টার্ড ডাকে তিনি এ নোটিস পাঠিয়েছেন।

আর নোটিসে বলা হয়েছে, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ফৌজদারি মামলা হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেটের যেকোনো ‘ফরমেট’ থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

তাকে অতিসত্ত্বর দেশে ফিরিয়ে এনে হত্যা মামলার তদন্তে সহায়তা করতে উদ্যোগ নিতে হবে এবং বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করতে হবে বলে নোটিসে বলা হয়েছে।

গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে ২২ অগাস্ট ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় মামলা হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে।

Exit mobile version