সাকিবকে বাদ দেওয়া প্রসঙ্গ কৌশলে এড়ালেন শান্ত

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্ট রেকর্ড ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। এই সিরিজের আগে যার দিকে ছিলো সবচেয়ে বেশি চোখ, সেই সাকিবই হয়েছেন সবচেয়ে ব্যর্থ। ব্যাট হাতে তো বটেই, অপেক্ষাকৃত অধিক সফলতার জায়গা বোলিংয়েও দেখা মেলেনি চিরচেনা সাকিবের। বড় হারের পর সংবাদ সম্মেলনে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের জাতীয় দলে খেলার প্রসঙ্গ উঠলে তা কৌশলী জবাবে এড়িয়ে যান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্নে শান্ত নিজেকে সামলে নিয়ে পরমুহূর্তেই হেসে বললেন, ‘খুব সাহসী প্রশ্ন! মাশাআল্লাহ্!’এরপর জাতীয় দলের এই অলরাউন্ডারের মাঠের বাইরের পারফরম্যান্স পাশ কাটিয়ে গেলেন কৌশলে, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না।’

শুধু সাকিবের প্রসঙ্গে বললেও তা যে পুরো দলের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটাও উল্লেখ করলেন শান্ত, ‘অনেকে ভাবতে পারে, সাকিব ভাই দেখে আমি বলছি। তবে এ রকম না। নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই, সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি। এমন নয় যে রান করছে বা রান করছে না। এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়, তার প্রস্তুতি কেমন, দলের প্রতি তার চিন্তাভাবনা কেমন, দলকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কি না। এই জিনিসগুলো দেখে আমি খুশি, দলে যে ১৫-১৬ জন ক্রিকেটার আছে, তাদের নিয়ে আমি খুশি।’

Exit mobile version