সাকিব আল হাসান হয়তো ভুলেই গেছেন কবে তিনি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানে ছিলেন। অবশ্য অনেক দিন ধরেই নিয়মিত খেলছেন না সাকিব। সে কারণেই হয়তো বিষয়টি সম্পর্কে আগাম ধারণা নিয়ে রেখেছিলেন। আইসিসি’র পাঠানো ইমেইলে সে বিষয়টিই নিশ্চিত করা হয়েছে।
বুধবার বিকেলে আইসিসি’র পাঠানো ইমেইলে দেখা যায়, ৩১৪ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। মাত্র চার রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের সিকান্দার রাজা তৃতীয়স্থানে থাকলেও তার রেটিং পয়েন্ট অনেক কম। জিম্বাবুয়ের নাগরিকত্ব নেয়া এই ব্যাটারের পয়েন্ট ২৮৮।
একদিনের ক্রিকেটে সাকিব শীর্ষস্থান হারালেও মারকাটারি টি-টোয়েন্টিতে ঠিকই শীর্ষে আছেন সাকিব। শুধু তাই রেটিং পয়েন্টেও অনেক এগিয়ে এই ক্রিকেট আইকন। ২৫৬ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে থাকা সাকিবের পয়েন্ট ২৫৬। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস দ্বিতীস্থানে আছেন ২১৭ রেটিং পয়েন্ট নিয়ে। ফলে বেশ নিরাপদেই আছেন সাকিব।
টেস্টে অবশ্য সাকিব আছেন অলরাউন্ডারদের তিন নাম্বারে। সাকিবের নামের পাশে আছে ৩২০ রেটিং পয়েন্ট। তালিকার প্রথম দু’টি নামই ভারতের দখলে। শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজার পয়েন্ট ৪১৬। আর এই তালিকার দুইয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিনের রেটিং পয়েন্ট ৩২৬।