সাকিবের ইনজুরি পর্যবেক্ষণ করছে বিসিবি

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন সাকিব আল হাসান। ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে খেলতে পারবেন কিনা এই বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে পর্যবেক্ষণে আছেন সাকিব আল হাসান। অপেক্ষা করতে হবে এমআরআই রিপোর্টের জন্য।

ফিটনিসে ইস্যু বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত ইস্যু। এই ইস্যুতে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কঠোর অবস্থানে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু সেই সাকিব এখন একের পর ইনজুরিতে পড়ছেন।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে গুয়াহাটি থেকে। সেখানে দুই ওয়ার্ম আপ ম্যাচের একটাতেও খেলেননি সাকিব। ফুটবল নিয়ে অনুশীলনের সময় ব্যাথা পাওয়ায় মাঠের বাইরে ছিলেন সাকিব। এখন বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে চোট পেলেন।

ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থম্যাচে ১৯ অক্টোবর পুনেতে মাঠে নামবে বাংলাদেশ। ধর্মশালা থেকে পুনেতে পৌঁছেছে টাইগার শিবির। সেখান থেকে দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে নিজের বাম উরুতে অস্বস্তিবোধ করেন সাকিব। পরবর্তীতে তিনি ফিল্ডিংয়ে আসেন এবং বোলিংয়ে নিজের ১০ ওভারের কোটা পূরণ করেন। ম্যাচ শেষে তাঁর এমআরআই স্ক্যান করানো হয়েছে এবং পরবর্তী ম্যাচগুলোর জন্য আমরা তাকে পর্যবেক্ষনে রাখবো। নিবিড়ভাবে আমরা তাঁর প্রতিদিনের উন্নতির দিকে নজর রাখবো ও সেই অনুযায়ী পদক্ষেপ নিবো।

Exit mobile version