চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে মাত্র চার ওভার বল করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তুলে নিতে পারেননি কোনো উইকেট। ব্যাট হাতে অবস্থা আরো খারাপ। ২ ম্যাচে রান মাত্র ১১। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল যখন বিপদে, তখন ৪ বল খেলে মাত্র ৩ রান করেছেন সাকিব।
দেশের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএল থেকেই ব্যাটিংয়ে ধারাবাহিক নন সাকিব। এর আগে কখনো একই সাথে বোলিং আর ব্যাটিং-দুই বিভাগেই এতো বাজে ফর্মে ছিলেন না সাকিব। জাতীয় দলের এই অভিজ্ঞ অলরাউন্ডারের এমন পারফরম্যান্স দলের জন্য খারাপ বলে জানান সাবেক তারকা ওপেনার তামিম ইকবাল।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক শোতে সাকিবের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন তামিম। তিনি বলেন, ‘সাকিব আমাদের সেরা বোলার। তার ৪ ওভার খুবই গুরুত্বপূর্ণ। সে অভিজ্ঞ বোলার। সে বছরের পর বছর ধরে র্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার। ফলে সে যদি ৪ ওভার বল করতে না পারে, তাহলে সেটা অবশ্যই সমস্যা।’