কানাডা সুপার সিক্স টুর্নামেন্টে মন্ট্রিয়াল রয়েল টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। ব্র্যাম্পটন ব্লিটজের বিপক্ষে জয় নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট পায় সাকিবের দল।
রোববার (১২ অক্টোবর) নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে মন্ট্রিয়াল। ওপেনার জশ ব্রাউন ও দিলপ্রিত বাজওয়ার ব্যাটিং অনবদ্য। মাত্র ২২ বলে ৬১ রানের জুটি গড়েন তারা। ব্রাউন করেন ১৯ রান, আর বাজওয়া খেলেন ঝড়ো ৫৭ রান মাত্র ১৮ বলে।
এই ম্যচের সময় সাকিব তিন নম্বরে ব্যাট করতে আসেন সাকিব। ভালো শুরুর পর তিনি ৭ বলে ১১ রানে আউট হন গ্রিভসের বলে।
জবাবে ব্র্যাম্পটন ব্লিটজ নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ৮৭ রান সংগ্রহ করে থেমে যায়। ইসুরু উদানা ১২ রান খরচায় ২ উইকেট শিকার করেন। এ দিন বোলিংয়ে অংশ নেননি সাকিব।
