জাতীয় দলে দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও সাকিব আল হাসানের জনপ্রিয়তা এখনো শীর্ষে। ঘরোয়া ও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেললেও দেশের হয়ে মাঠে দেখা যাচ্ছে না তাকে। আগামী দিনে আবার জাতীয় দলের হয়ে খেলবেন কি না, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিবের জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা।
এদিকে চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে প্রশ্ন উঠেছে, দর্শকরা কি এবার সাকিব আল হাসানের নাম কিংবা ছবিযুক্ত প্ল্যাকার্ড নিয়ে মাঠে যেতে পারবেন? কারণ, আগের কয়েকটি সিরিজে এমন প্ল্যাকার্ড বা ব্যানার মাঠে বহনে নিষেধাজ্ঞা ছিল।
এই প্রসঙ্গে রোববার বিসিবি পরিচালক মাহবুব আনাম বলেন, “বিসিবি সব ক্রিকেটারের প্রতি সম্মান দেখায়। আমাদের অনার্স বোর্ডে প্রতিটি খেলোয়াড়ের নাম রয়েছে। আমাদের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে এমন একজন ক্রিকেটারও ছিল না, যার ছবি বাদ গেছে। এটা থেকেই বোঝা যায়, আমরা সবাইকে কতটা শ্রদ্ধা করি।”
তার বক্তব্যে সরাসরি কোনো নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। তবে ইঙ্গিত পাওয়া যায়, এবার হয়তো দর্শকরা সাকিবের প্রতি সমর্থন জানাতে মাঠে প্ল্যাকার্ড নিয়ে প্রবেশে বাধা পাবেন না।
বিসিবির এই অবস্থান অনেকটাই ইতিবাচক বলেই মনে করছেন ক্রিকেটভক্তরা। তারা চান, দেশের হয়ে অবদান রাখা প্রতিটি ক্রিকেটারের প্রতি থাকুক সমান, শ্রদ্ধা ও স্বীকৃতি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















