ম্যাক্স সিক্সটি টি-টেন লিগে টানা দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না তিনি। ব্যাটে-বলে একেবারেই নিষ্প্রভ ছিলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। তার দল মায়ামি ব্লেজ হারলো ভেগাস ভাইকিংসের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে।
জিমি পাওয়েল ওভালে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে মায়ামি। তবে ডিএল নিয়মে নির্ধারিত ৫ ওভারে মাত্র ৪৫ রান তুলতেই ৪ উইকেট হারায় দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে ইনিংস বড় করা সম্ভব হয়নি।
দলের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করেন শিহান জয়াসুরিয়া, ৬ বলে অপরাজিত ২০ রান করেন তিনি। সাকিব করেন ৮ বলে মাত্র ৮ রান, যা দলের চাহিদা মেটাতে পারেনি।
জবাবে ব্যাট করতে নেমে ভেগাস ভাইকিংস মাত্র ৩ ওভার ৩ বলেই জয় তুলে নেয়। একমাত্র উইকেট হিসেবে কেবল কেনার লুইসকে হারায় তারা। বাকিটা দারুণভাবে সামাল দেন অ্যালেক্স হেলস ও উন্মুখ চাঁদ। হেলস ১০ বলে অপরাজিত ২৮ এবং উন্মুখ করেন ৪ বলে অপরাজিত ৯ রান।
বোলিংয়েও সুবিধা করতে পারেননি সাকিব। ৩ বল করে ৬ রান দেন, কিন্তু নিজের ওভার শেষ করার আগেই ম্যাচ শেষ হয়ে যায়। এই হারের ফলে লিগ টেবিলে চাপের মুখে পড়লো মায়ামি ব্লেজ।
