সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের তদন্তে নতুন কর্মকর্তা

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসান–এর বিরুদ্ধে তদন্তে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়।

এর আগে সাকিবের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছিল দুদক।

গত জুনে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় উল্লেখ করা হয়, তারা শেয়ারবাজার থেকে প্রায় ২৫৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এবার সেই মামলার তদন্তের পাশাপাশি সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগও খতিয়ে দেখবেন নতুন নিয়োগ পাওয়া তদন্ত কর্মকর্তা।

Exit mobile version