দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি! আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের মর্যদাপূর্ণ এই আসর। সবার আগে চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আইসিসির বেঁধে দেয়া নির্ধারিত সময় ১২ জানুয়ারির মধ্যেই দল ঘোষণা করতে হবে দলগুলোকে।
যে কারণে তামিম ও সাকিবের বিষয়ে এখনও অপেক্ষায় বাংলাদেশের নির্বাচকরা। বুধবার সিলেটে তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেছে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এরপর সাংবাদিকদের তিনি বলেন,‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগামী ১২ জানুয়ারির মধ্যেই দল ঘোষণা করতে হবে। তাই আমরা তামিম ইকবালের সঙ্গে আলোচনায় বসেছিলাম।’
কি আলোচনা হয়েছে, তামিম কি জাতীয় দলে ফিরছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘এ বিষয়ে এখনই আমরা বলতে চাই না। আমরা চাই তামিম ইকবালের মুখ থেকেই সিদ্ধান্ত আসুক।’
লিপু আরও বলেন,‘তামিম এখন বিপিএল খেলছে। তাছাড়া পরিবার থেকে অনেক দূরে আছে, তাই সেও পরিবারের সঙ্গে আলোচনা করবে। এরপর নিজের সিদ্ধান্ত জানাবে। আশা করছি ১২ তারিখের আগেই তার সিদ্ধান্ত জানতে পারবেন।’
সাকিব আল হাসান থাকছেন কিনা? এমন প্রশ্নে লিপু বলেন,‘আমরা সাকিবের বিষয়ে কিছু বলতে পারছি না। বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বোর্ড এখনও পুরোপুরি সিদ্ধান্ত জানায়নি। তাছাড়া সাকিবের একটা পরীক্ষা ছিল। প্রথম পরীক্ষায় ফেল করেছে। দ্বিতীয় পরীক্ষা দিয়েছে। শুনেছি পাশ করেছে, কিন্তু আমরা এখনও সে পরীক্ষার ফল হাতে পাইনি।’
আট দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘এ’গ্রুপে। ভারত ছাড়াও গ্রুপে বাংলাশের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানকে মোকাবিলা করবে টাইগাররা। দুটি ম্যাচের ভেন্যুই রাওয়ালপিন্ডি। ‘বি’ গ্রুপের দলগুলো হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।