দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এই মুহূর্তেও সাকিব-তামিমের দ্বন্দ্ব কপালে চিন্তার ভাজ ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি কর্তাদের। আবারও আলোচনায় তামিমের ইনজুরি। এবং এরই প্রেক্ষিতে সাকিবের তীব্র প্রতিক্রিয়া। এই অবস্থা্য় ‘শ্যাম রাখি না, কূল রাখি’ অবস্থা বিসিবি কর্তাদের। এই বিষয়ের সুরাহা করতেই সোমবার মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিব।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন ফিটনেস ইস্যুতে তামিমের অবসর। পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও এশিয়া কাপে না খেলা। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডে খেলে আবারও ফিঠনেসের বিষয়টি সামনে নিয়ে এসেছেন তামিম ইকবাল। দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডে খেলেই বিশ্রাম নিয়েছেন তৃতীয় ম্যাচ থেকে। জানিয়ে দিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের ১০ গ্রুপ ম্যাচের মধ্যে খেলবেন সর্বোচ্চ পাঁচটাতে।
এরই প্রেক্ষিতে সাকিব আল হাসান জানিয়েছেন, শর্ত দিয়ে বিশ্বকাপে তামিমের খেলার পক্ষে নন তিনি। যদি তাই হয় তামিমের বিকল্প ভাববেন তিনি। আর তামিমকে যদি সর্বোচ্চ পাঁচ ম্যাচের জন্যই দলে নেয়া হয় তবে সাকিবই বিশ্বকাপে খেলবেন না। এদিকে, তামিমও জানিয়েছেন, বিশ্বকাপে খেলবেন তিনিও। এই সমস্যারে সমাধান খুঁজতেই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহকে সঙ্গে নিয়ে নিজের গুলশানের বাসায় সাকিবের সঙ্গে আলোচনা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে শেষ পর্যন্ত কোন আলোর দেখা পাওয়া যায়নি।