ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে যে মাতামাতি আগের চেয়ে বেড়েছে বহুগুণে। পুরুষদের ক্রিকেটতো আছেই, মেয়েদের ক্রিকেট এমনকি বয়সভিত্তিক ক্রিকেটেও দুই দলের মাঝে উত্তেজনা ছড়ায়। যদিও কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত, টাইগারদের নিয়ে মাঠের ভেতরের আর বাইরের আলোচনা আর সমালোচনাই ম্যাচের প্রতিদ্বন্দ্বীতাকে নিয়ে যায় তুঙ্গে। এবার নতুন করে সেই সমালোচনায় যোগ হলেন ভারতীয় বোলিং কোচ পরশ মামব্রে।
নিজেদের পরবর্তী ম্যাচে পুনেতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতের বোলিং কোচ পরশ মাম্ব্রে। বাংলাদেশের বিপক্ষে ভারত বাড়তি সতর্ক থাকবে কিনা তা নিয়ে জানতে চাইলে পরশ বলেছেন, ‘সত্যি বলতে আপনি যখন বিশ্বকাপ খেলবেন, প্রতিটা দলই চ্যালেঞ্জ জানাবে। আমাদের দিক থেকে কোনো দলই কোনো দলকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। যেকোনো কিছু হতেই পারে। কিন্তু আমাদের দিক থেকে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ‘
তবে সেখানে সাকিবের বল খেলার কৌশল নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ‘যদি ম্যাচআপের দিকে তাকাই, এমন অনেক কিছু খুঁজে পাওয়া যাবে—অমুক এর বিপক্ষে দুর্বল, তমুক ওই ক্রিকেটারের বিপক্ষে ভালো, বিশেষ করে বোলারের ক্ষেত্রে। তবে সত্যি বলতে এই বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা জানি সে ভালো ক্রিকেটার। বাংলাদেশের হয়ে অনেক কিছু করেছে। চ্যাম্পিয়ন ক্রিকেটার। কার্যকরী ব্যাটসম্যান, বোলিংও ভালো করে। দুর্দান্ত একজন ক্রিকেটার। তবে তাতে আমাদের কিছুই আসে–যায় না।’