সাকিব-মুশফিকে উচ্ছ্বসিত হার্শা ভোগলে

পাকিস্তানকে তাঁদের মাটিতেই হারিয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাতো বটেই, নাজমুল হোসেন শান্তর এমন জয়ে উচ্ছ্বাসে ভাসছেন হার্শা ভোগলেও। টাইগারদের ঐতিহাসিক জয়ের পর নিজের এক্স অ্যাকাউন্ট থেকে বার্তা দিয়েছেন ভারতীয় এই ক্রিকেট ধারাভাষ্যকার।

টাইগারদের জয়ে নিজের এক্স অ্যাকাউন্টে হার্শা ভোগলে লিখেছেন, ‘বাংলাদেশ গর্ব করার মত মুহূর্ত অল্প কিছুই পেয়েছে। ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর চেয়ে বেশি খুব একটা পায়নি। কী দারুণ ব্যাপার, তখনকার দুই বাচ্চা ছেলে সাকিব এবং মুশফিক, এবার নিজেদের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়টা ক্রিজে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দাঁড়িয়ে থেকেই দেখল।’

২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেটি প্রথম বিশ্বকাপ ছিল বাংলাদেশের তিন পাণ্ডব তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের জন্য। সেবার বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। পরে সুপার এইটে উঠে দক্ষিণ আফ্রিকাকেও হারিয়ে দেয় বাংলাদেশ।

Exit mobile version