সরকার পরিবর্তনের পর বিসিবি থেকে বিদায় নিয়েছে নাজমুল হাসান পাপন। আর বিসিবির দায়িত্ব পেয়েই বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন ফারুক আহমেদ। দায়িত্ব পেয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির বোর্ড মিটিং থেকে ফিরে আরও বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নতুন কমেটি।
তার জন্য বিকেলে মিরপুরে জরুরি বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে। যে সভায় ভাগ্য নির্ধারণ হবে চার ক্রিকেটারের। একই সাথে সাকিবের ভবিষ্যৎ আর নাজমুলের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত আসছে।
কয়েক থেকেই গুঞ্জন উঠছে নাজমুল হোসেন কি সত্যিই ছেড়ে দিচ্ছেন সব সংস্করণের অধিনায়কত্ব? প্রশ্ন উঠেছে! তবে কি চলতি দ. আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টই অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ? এমন প্রশ্ন সবার মুখে মুখে। সেটি হলে কে বা কারা হবেন নতুন অধিনায়ক?
একই সাথে রাজনৈতিক কারণে দেশে মাটিতে অঘোষিত নিষেধাজ্ঞায় পড়েছেন সাকিব। এই অবস্থায় সাকিব কি থাকবেন আফগানিস্তান সিরিজের ওয়ানডে দলে? এই সব কিছু নিয়েই বিসিবি জরুরি সভায় বসছে।
একই সাথে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের কোচিং প্যানেলে মোহাম্মদ সালাহউদ্দিনে নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত আসছে। এছাড়া সভায় আলোচনা হতে পারে পরিচালনা পর্ষদের শূন্য পদ ও বিসিবির গঠনতন্ত্রের সংশোধনী বিষয় নিয়ে।