বিপিএলের দশম আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলোর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, চলতি মাসের ২৪ তারিখে বেলা ১২টায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট।
বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো-কুমিল্লা ভিক্টোরিয়ানস, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডারস, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুর্দান্ত ঢাকা। গেলো আসরেও সাতটি দল অংশ নিয়েছিল। দলগুলোর মাঝে শুধু ঢাকা ডমিনেটর্সের নাম বদল হয়েছে।
জাতীয় নির্বাচনের কারণে এবারের বিপিএলের শুরুর দিন এখনো ঠিক হয়নি। তবে কিছুদিন আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছিলেন, ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে তারা বিপিএল শুরুর আশা করছেন।