সাত রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করলো নিউজিল্যান্ড

গতকাল দুই উইকেট হাতে রেখে ৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলো নিউজিল্যান্ড। দিনের শেষ বেলায় নতুন বল ব্যবহার করে কেন উইলিয়ামসন এবং ইশ সোধির উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম। আজ সকালে সেই বলকে কাজে লাগিয়ে দ্রুতই কিউই ইনিংস শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলো শান্তর দল। তবে সাউদি-জেমিসন জুটি তা হতে দেননি।

এই দুইজনের ইনিংসে খুব দ্রুতই কিউই রান তিনশ পেরোয়। তবে ড্রিংকস ব্রেকের পর ফিরেই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করেন মুমিনুল হক। প্রথম ওভারেই জেমিসন ও সাউদিকে সাজঘরে ফেরান এই পার্ট টাইমার। আর তাতেই নিউজিল্যান্ডের ইনিংস থামে ৩১৭ রানে। যাতে করে তাঁরা বাংলাদেশের বিপক্ষে সাত রানের লিড পেয়ে যায়।

Exit mobile version