সাদমানের আক্ষেপে চা বিরতিতে বাংলাদেশ

দ্বিতীয় সেশনে মাঠে নেমে টেস্ট ক্রিকেটে নিজের ১৯তম অর্ধশতক পূরণ করেন মুমিনুল হক। তবে এরপর আর একটি রানও যোগ করতে পারেননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। শেহজাদের বলে বোল্ড হয়ে ভেঙেছেন সাদমানের সাথে ৯৪ রানের জুটি। সেঞ্চুরির আশা জাগালেও ৭ রানের জন্য বঞ্চিত হন সাদমান। ১৮৩ বল খেলে ১২ চারে করেছেন ৯৩ রান।

সাদমানের আউটে চা বিরতিতে গেছে বাংলাদেশ। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ১৯৯ রান।

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে খুব একটা সুবিধা করতে না পারলেও নিজেদের ব্যাটিং ইনিংসে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন থেকে দিনটা শেষ করেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। আজ তৃতীয় দিনের পঞ্চম ওভারেই জাকির ফিরে গেলেও নিজের অর্ধশতক পূরণ করে মধ্যাহ্নবিরতিতে গেছেন সাদমান। সাথে আছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল হক।

দলীয় ইনিংসের ১৭তম ওভারে নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। নাসিম শাহর বলে রিজওয়ানকে ক্যাচ দিয়েছেন জাকির হাসান। তিনি থেমেছেন ৫৮ বলে ১২ রান করে।

ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হতে পারেননি। ৪২ বল খেলে ১৬ রানে ফিরেছেন বাংলাদেশি অধিনায়ক। শান্ত যখন উইকেট হারিয়েছেন, স্কোরবোর্ডে তখন ২ উইকেটের বিনিময়ে ৫৩ রান।

তবে দুই উইকেট হারালেও এই সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেশনের শেষ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে নিয়েছেন সাদমান। 

Exit mobile version