চলতি বিপিএলে হেরেই চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। টানা ব্যর্থতায় বিপিএলের শেষ চারের স্বপ্ন আরও কঠিন হয়ে গেল। টানা পঞ্চম ম্যাচে হারল দলটি। এবার তারা চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে।
এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৪তম ম্যাচে ঢাকা ক্যাপিটালস সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান তোলে। কিন্তু সেই স্কোরও যথেষ্ট হয়নি চট্টগ্রামের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে।
ঢাকার পক্ষে ওপেনার তানজিদ হাসান তামিম ৫৪ রান করে বিদায় নেন।
এছাড়া দলটির পক্ষে সাব্বির রহমান ৩৩ বলে তিন বাউন্ডারি ও ৯ ছক্কায় অপরাজিত ৮২ রান করেন। এছাড়া আর কোন ব্যাটার ঢাকার হয়ে সুবিধা করতে পারেনি।
জবাবে চিটাগং কিংস দারুণ শুরু করে। ওপেনিংয়ে পারভেজ হোসেন ও উসমান খান ৫৫ রানে জুটি গড়েন। পারভেজ ১৭ রান করে বিদায় নিলে উসমান ৩৩ বলে সাত বাউন্ডারি ও তিন ছক্কায় ৫৫ রান করে বিদায় নেন। শেষ দিকে অধিনায়ক মো: মিঠন ও শামিম হোসেন ব্যাটিংয়ে ঝড় তুলে জয় নিয়ে মাঠ ছাড়েন।
মিঠুন ২২ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শামিম হোসেন ১৪ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় অপরাজিত ৩০ রান করেন। ফলে ১৯.৩ ওভারে ৩ উইকেটে ১৮০ রান তোলে চিটাগং কিংস। এ জয়ের ফলে তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে চিটাগং। অন্যদিকে টানা পঞ্চম হারে শুন পয়েন্ট নিয়ে বিদায়ের শঙ্কায় ঢাকা।