সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেই মাঠে হাজির তামিম ইকবাল। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিপিএলে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচে হঠাৎ মাঠে উপস্থিত হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। অথচ হৃদরোগের উন্নত চিকিৎসা করাতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সেখান থেকে আজ সকালেই দেশে ফেরেন তামিম।
গত ২৪ মার্চ বিকেএসপিতে মাঠে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হয়ে পড়েন তামিম। এরপর তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুত এনজিওগ্রাম করে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লাগিয়েছেন চিকিৎসকরা।
অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তামিমকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এরপর গত ২৮ মার্চ, হার্ট অ্যাটাকের চারদিন পর চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন তিনি। পরবর্তীতে ৭ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।
সেখানে কয়েকদিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে শনিবার সকালে দেশে ফিরেছেন বাঁহাতি ওপেনার।