সিডনি টেস্টে ভারত প্রথম ইনিংসে ১৮৫ রানে আউট

বিরাট কোহলির বিপক্ষে অস্ট্রেলিয়ার ফিল্ডিং

সিডনি টেস্টে আগে ব্যাট হাতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। মাত্র ১৮৫ রানে শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস। দিন শেষে অবশ্য একটু স্বস্তি রয়েছে তাদের জন্য। ৯ রান স্কোর বোর্ডে জমা হতেই তারা অস্ট্রেলিয়ার ১ উইকেট তুলে নিয়েছে। ফলে ১৭৬ রানে এখনো এগিয়ে ভারত।

ব্যাটিংয়ের শুরু থেকেই শেষ পর্যন্ত বিপর্যয়ের মুখে ছিল ভারত। কোনা ব্যাটারই সুবিধা করতে পারেননি। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড আগুন ঝড়িয়েছেন। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত। অধিনায়ক ঋষভ পন্থ কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। ৪০ রান সংগ্রহ তার। শেষদিকে জসপ্রিত বুমরাহ কিছুটা ঝড় না তুললে ভারতের সংগ্রহ সমর্থকদের আরও লজ্জা বাড়াত। ১৭ বলে ২২ রান করেছেন তিনি। তার থেকে বেশি রান এসেছে পন্থ ও রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। জাদেজা ২৬ রান করেছেন।

স্কট বোল্যান্ড ৪ উইকেট নিয়েছেন। স্টার্ক ও কামিন্সের শিকার যথাক্রমে ৩ ও ২ উইকেট।

বল হাতে শুরুতেই অজিদের ওপর আঘাত হানেন বুমরাহ। দিনের শেষ বলে উসমান খাজাকে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ২ রানে আউট হন খাজা। ৭ রানে অপরাজিত স্যাম কনস্টাস।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস: ১৮৫/১০ (৭২.২ ওভার)। ( পন্ত ৪০, জাদেজা ২৬, বুমরাহ ২২, শুভমান গিল ১৭, বিরাট কোহলি ১৭, ওয়াশিংটন ১৪; স্কট বোল্যান্ড ৪/৩১, স্টার্ক ৩/৪৯, কামিন্স ২/৩৭ ও নাথান ১/১৯)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯/১ (৩ ওভার)। (কনস্টাস ৭*; বুমরাহ ১/৭)।

Exit mobile version