সিডনিতে আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। টস জয়ের পর ভারত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে অধিনায়ক ঋষভ পন্তের আগে ব্যাটিং করার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে পারেননি শীর্ষ ব্যাটাররা। শুরুতেই তিন উইকেট হারিয়ে ধুকছে ভারত। ৩০ ওভার শেষে ৩ উইকেটে ৬৫ রান তাদের।
দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের সঙ্গে ওয়ান ডাউন ব্যাটার শুভমান গিল আউট হয়েছেন। মাত্র ১১ রান এসেছে উদ্বোধনী জুটিতে। লোকেশ রাহুল মাত্র ৪ রান করে জয়সওয়ালকে রেখে বিদায় নেন। খুব বেশি সময় স্থায়ী হতে পারেননি জয়সওয়াল। ১০ রান ছিল তার সংগ্রহ। আর গিল আউট হয়েছেন ২০ রানে।
মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও নাথান নিও নিয়েছেন এই তিন উইকেট।
সিরিজে হার এড়ানোর জন্য ভারতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচে জয় না পেলে তাদের সিরিজে হারের লজ্জায় ডুবতে হবে। চার ম্যাচ শেষে বর্তমানে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ফলে সিরিজ হারের শঙ্কা নেই অস্ট্রেলিয়ার। ড্র হলেও তারা সিরিজ জয় করবে।