দারুণ জয়ে সিরিজ শুরু করেছিল ভারত। স্বস্তিতে ছিল ভারত শিবির। কিন্তু সিরিজ শেষে সেই স্বস্তি আর থাকেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে হেরেছে। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি ব্যাঘাত না ঘটালে সিরিজের ব্যবধানও বাড়তে পারতো।
পঞ্চম ও শেষ সিরিজে ভারতের শুরুটা ছিল আশা জাগানিয়া। শেষ পর্যন্ত তা আর হয়নি। ৬ উইকেটে হেরেছে। এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্নও শেষ হয়ে গেছে তাদের।
ভারতের দ্বিতীয় ইনিংস ১৫৭ রানে শেষ হওয়ায় অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ১৬২ রানে। জসপ্রিত বুমরাহ থাকলেও হয়তো ভারত লড়াইটা আরো জমিয়ে তুলতে পারতো। কিন্তু তা হয়নি। ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া প্রয়োজনীয় রান তুলে নেয়।
আগের দিন ভারত ৬ উইকেটে ১৪১ রানে দিন শেষ করেছিল। আজ তৃতীয় দিনে মাত্র ১৬ রানে বাকি ৪ উইকেট হারায় তারা। স্কট বোল্যান্ড নেন দুই উইকেট। আগের দিনের চার উইকেটসহ তার শিকার সংখ্যা ছয়। ম্যাচে তার উইকেট সংখ্যা ১০।
জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দারুণ। ১ উইকেট হারিয়ে ৫২ রান করেছিল। তবে ছোট্ট এক ঝড়ে মাত্র ৬ রানে জোড়া উইকেট হারিয়ে ৩ উইকেটে ৫৮ রান হয় তাদের। তিনটি উইকেটই নেন প্রসিধ কৃষ্ণ। তবে পঞ্চম উইকেটে ট্রাভিস হেড (৩৪) ও বিউ ওয়েবস্টার (৩৯) দলকে জয় এনে দেন।