ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) এলিমিনিনেটর ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৯ উইকেটের বড় হারে থেমে গেল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের যাত্রা। ব্যাট হাতে ইনিংসের শেষভাগে ৯ বলে ২৬ রানের ঝোড়ো খেলা উপহার দিলেও সাকিব আল হাসানের সেই ক্যামিও ব্যর্থ হয়েছে নিকোলাস পুরানের ঝড়ো ব্যাটিংয়ের সামনে।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান তোলে অ্যান্টিগা। শুরুতেই ওপেনার রাকিম কর্নওয়াল ৬ রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে আমির জাঙ্গু ও আন্দ্রেস গুস গড়ে তোলেন ১০৮ রানের জুটি। তবে রান তোলার গতি ছিল তুলনামূলক ধীর—জাঙ্গু করেন ৪৯ বলে ৫৫, আর গুস খেলেন ৪৫ বলে ৬১ রানের ইনিংস। শেষ দিকে সাকিব চার-ছক্কার মারমুখী ব্যাটিংয়ে অপরাজিত ২৬ রান যোগ করলেও বড় সংগ্রহে পৌঁছাতে পারেনি দলটি।
অন্যদিকে ত্রিনবাগোর হয়ে সৌরভ নেত্রভালকার নেন সর্বোচ্চ ৩ উইকেট, আন্দ্রে রাসেল ও উসমান তারিক পান ২টি করে সাফল্য।
জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ২৫ রানের মধ্যে কলিন মানরোকে (১৪) হারালেও এরপর মাঠজুড়ে ছিলেন পুরান ও অ্যালেক্স হেলস। এই দুই ব্যাটারের ১৪৩ রানের অপরাজিত জুটিতেই ১৭.৩ ওভারেই জয় নিশ্চিত করে নাইট রাইডার্স। পুরান ৫৩ বলে ৯০ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৮ ছক্কা ও ৩ চার। হেলস খেলেন ৪০ বলে ৫৪ রানের ইনিংস।
অ্যান্টিগার হয়ে বল হাতে কার্যকর হতে পারেননি কেউই। সাকিব ৩ ওভারে দেন ২৪ রান, পাননি কোনো উইকেট। একমাত্র সাফল্য এনে দেন কর্নওয়াল, তবে তিনি ৪ ওভারে খরচ করেন ৫০ রান।
