সিফাতের নায়ক কোহলি, মোস্তাফিজ আইডল’

তার আসল পরিচয় বাঁহাতি পেস বোলার! তবে সুযোগ পেলে ব্যাটিংয়ে দলের কান্ডারির ভুমিকায় দেখা যায়। বুধবার মিরপুরে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে দেখা গেল সত্যিকারের ব্যাটার হিসাবে।

ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি উপহার দেয়া সিফাত, ক্রিকেটে আদর্শ মানেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে। ফিজের মতোই একজন বাঁহাতি পেসার তিনি। তবে সিফাত শাহরিয়া সামি স্কুল ক্রিকেটের ফাইনালে আলো কাড়লেন ঝড়ো সেঞ্চুরিতে। ফাইনাল জিতিয়ে আলাদাভাবে নজর কেড়ে নিচ্ছেন কিশোর ব্যাটার।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনা পিরোজপুরের সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে ১৮৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ।

ফাইনালে ১১৫ বলে ৯ চার, ৬ ছক্কায় ১৪৮ রানের ইনিংস খেলেন সিফাত। শিরোপা জয়ের পর ম্যাচ শেষে সিফাত জানালেন, দলের বিপদেও নিজের প্রতি বিশ্বাস ছিল। সাথে স্যারের সমর্থন ছিলো। দ্রুত ৬ উইকেট পড়ে গিয়েছিলো। চিন্তা ছিলো মাঠে গিয়ে সলিড ব্যাটিং করতে হবে। সামনে নিয়ে যেতে হবে দলকে। এজন্য এক-দুই করে করে খেলেছি।’

বাঁহাতি পেসার ও ডানহাতি ব্যাটার হওয়ায় ক্রিকেটে তার আইডল আন্তর্জাতিক ক্রিকেটের বড় দুই নাম! তিনি বলেন,‘মোস্তাফিজ (আইডল)। কারণ আমিও বাঁহাতি পেস বোলার। আর প্রিয় ব্যাটার হলো বিরাট কোহলি। বোলিংয়ে মোস্তাফিজ, ব্যাটিংয়ে কোহলি।’

Exit mobile version