কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও হার পাকিস্তান

নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পর ওয়ানডে সিরিজে ধুকছে পাকিস্তান। বুধবার (২ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল কিউইরা।

হ্যামিলটনে এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। ব্যাটিংয়ের শুরুটা মোটামুটিভাবে ভালো করলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা। ৫৪ রানে ওপেনিং জুটি ভাঙার পর ১০০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ব্রেসওয়েলের দল। তবে ছোট ছোট জুটি গড়েই এগিয়ে যেতে থাকে তারা।

শেষ দিকে কিউই উইকেটরক্ষক মিচেল হে এবং মোহাম্মদ আব্বাস দলের হাল ধরে বড় সংগ্রহ এনে দেন। আব্বার ৬৬ বলে ৪১ রানে আউট হলেও, হে ৭৮ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন। আর ওপেনিংয়ে নিক কেলি ২৩ বলে করেন ৩১ রান। এছাড়া কেউ বলার মতো রান করতে পারেনি। ফলে নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৯২ রান তোলে নিউজিল্যান্ড। বল হাতে পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম এবং সুফিয়ান মুকিম।

জবাবে ২৯৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩২ রানের মধ্যেই ৫ উইকেট হারায় পাকিস্তান। শেষ দিকে তবে ফাহিম আশরাফ ও নাসিম শাহ’র জোড়া ফিফটিতে হারের ব্যবধান কমায় তারা। এই দুইজন মিলে গড়েন ৬০ রানের জুটি। ফাহিম ৭৩ ও নাসিম শাহ করেন ৫১ রান। শেষ দিকে মুকিম ১০ বলে অপরাজিত ১৩ রান করলেও তাতে কোনো কাজ আসেনি।

বল হাতে জেকব ডাফি এবং বেন সিয়ার্স মিলেই নেন ৮ উইকেট। যেখানে ডাফি ৩৫ রানে ৩ উইকেট নেন। আর ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট পান সিয়ার্স। ৯.২ ওভারে ৫৯ রানে ৫ উইকেট নেন এই কিউই পেসার। শেষ পর্যন্ত ২০৮ রানে থামে পাকিস্তানের ইনিংস।

এ জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেল কিউইরা। আগামী শনিবার (৫ এপ্রিল) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

Exit mobile version